বিসমিল্লাহির রহমানির রহীম।সমস্ত প্রশংসা একমাত্র মহান অাল্লহ্ তায়ালার জন্য যিনি মানব জাতীর পথ নির্দেশ...
বিসমিল্লাহির রহমানির রহীম।সমস্ত প্রশংসা একমাত্র মহান অাল্লহ্ তায়ালার জন্য যিনি মানব জাতীর পথ নির্দেশিকা স্বরূপ পবিত্র ক্বুরঅান অবতীর্ণ করেছেন, একমাত্র মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে মনোনয়ন করেছেন, ইসলামের ছায়াতলে অামাদেরকে অাশ্রয় দান করেছেন এবং অামাদেরকে জ্ঞান দান করেছেন।দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের শ্রেষ্ঠ মানব নাবী হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি যার ওপর শ্রেষ্ঠ গ্রন্থ ক্বুরঅানুল কারীম অবতীর্ণ হয়েছে। সালাম বর্ষিত হোক তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে অাজমাঈনদের প্রতি।একমাত্র মনোনীত ধর্ম ইসলাম এ সম্পর্কে অাল্লহ তায়ালা পবিত্র ক্বুরঅান মাজীদে ঘোষণা দেন : ইন্নাদ্দীনা ইংদাল্লহিল ইসলাম। অর্থাৎ, নিশ্চয় একমাত্র ইসলাম হল অাল্লহর নিকট মনোনীত ধর্ম। [৩ নং সূরাহ্ : অাল-ইমরন, অায়াত নং-১৯]।একমাত্র শান্তির ধর্ম ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া প্রত্যেক মুসলমানের ইমানী দায়িত্ব। তাই, অামি ইসলামের একজন দায়ী হিসেবে এ গুরুত্বপূর্ণ বার্তাটি সম্মানিত পাঠকদের কাছে পৌঁছিয়ে দিলাম। কেননা, হয়ত অনেক অমুসলিম পাঠকরা অামার এ অ্যাপ্সটি পড়বেন। অাবার, একজন মুসলিম হিসেবে সকল মুসলিম ভাই-বোনদের প্রতি অামার অনুরোধ চলুন অামরা সবাই নামায ক্বায়েম করি, সৎ কাজের অাদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি। ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করি, শিরক পরিহার করে শিরক মুক্ত জীবন গড়ি এবং অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকি।অাল্লহ তায়ালার প্রশংসার মধ্য দিয়ে শাহাদাৎ অাঙ্গুলের ছোঁয়ায় Magnet Bangla Grammar এর ভূমিকা লিখা শুরু করলাম।অাল্লহ তায়ালার পবিত্র ক্বুরঅান মাজীদে সর্ব প্রথম নাযিলকৃত অায়াত হল - ইক্বরা বিসমি রব্বিকাল্লাযী খলাক্ব। অর্থাৎ, পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। [৯৬ নং সুরাহ্ : অাল-অালাক্ব, অায়াত নং-১] পবিত্র ক্বুরঅান মাজীদে সর্ব প্রথম শব্দ ইক্বরা দ্বারা পড়ার প্রতি গুরুত্ব অারোপ করা হয়েছে। অার, না পড়লে অাল্লহকে চেনা বা জানাও সম্ভব নয়। তাই পড়ার কোনো বিকল্প নেই।কালের বিবর্তনে, পেশার বিচিত্রতায় ও অামাদের অায়ু স্বল্পতার কারণে অামরা এখন অার অাগের মত কাগজের বই পড়তে সময় পাই না। তাই অফিসে, যাতায়াত পথে, গাড়ীর যানজটে, অবসর সুযোগে হাতে থাকা এন্ড্রয়েড অ্যাপ্স থেকে জ্ঞান অাহরণের সুযোগ থাকা অাবশ্যক। এন্ড্রয়েড অ্যাপ্স সর্বদা নতুন চকচকে-ঝকঝকে থাকে, ছেঁড়ে না, পুড়ে না, পুড়াতন ও জীর্ণশীর্ণ হয়না। এগুলো প্রযুক্তির প্রচেষ্টায় অাল্লহর বিশেষ দান। তাই অামি এন্ড্রয়েড অ্যাপ্সের উদ্যোগ গ্রহণ করেছি।অ্যাপ্সটি সম্পূর্ণ অালাদা অাঙ্গিকে যুগোপযোগী করে লিখা হয়েছে। অত্র অ্যাপ্সটি পড়লে বাংলা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজনীয়তা থাকবেনা; কারণ অ্যাপ্সটি Google Play Store এর অন্যান্য অ্যাপ্সের চেয়ে বা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ অালাদা ও উচ্চমানসম্মত। সাধারণত একটি অ্যাপ্স বা বইয়ে প্রয়োজনীয় সকল নিয়ম-কানুন খোঁজে পাওয়া যায়না; কিন্তু এ অ্যাপ্সটিতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় প্রচলিত গ্রামাটিকেল খুঁটিনাটি সকল প্রকার নিয়ম সুক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে।বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থীদেরকে দেখা যায় তারা বাংলায় কঠিন শব্দগুলো রিডিং পড়তে দুর্বলতা প্রকাশ করে। তাই, Magnet Bangla Grammar বইটিতে কঠিন শব্দগুলোকে বিশুদ্ধ উচ্চারণের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ নিয়মগুলো সংযোজন করা হয়েছে যা শিক্ষার্থীদের বাংলা কঠিন শব্দগুলো বিশুদ্ধ উচ্চারণে পড়ার ক্ষেত্রে জটিল সমস্যাটি দূরীভূত করবে। কেননা, প্রতিটি অধ্যায় অত্যন্ত যত্নসহকারে সহজ ভাষায় গুছালো ভাবে বর্ণনা করা হয়েছে। বইটি এসএসসি, এইচএসসি, ডিগ্রী পাশ/অনার্স ও মাস্টার্স পর্যায়ের সকল শিক্ষার্থী/পরীক্ষার্থীদেরকে বিশেষ সহায়তা প্রদান করবে। তাছাড়া, এটি বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল প্রকার ভর্তি ও নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সহায়ক গ্রন্থ যা অামার অনেক দিনের সাধনার বাস্তবায়িত রূপ।Magnet Publications এর প্রকাশিত অ্যাপ্সসমুহ : Magnet Arabic Grammar, Magnet Bangla Grammar, Magnet English Grammar, Magnet Tazvidul Quran.Magnet Publications এর অ্যাপ্সগুলো অাপনি নিজে ডাউনলোড করুন এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন। যেহেতু এটি একটি কল্যাণমূলক কাজ, সেহেতু অাপনার মাধ্যমে অ্যাপ্সগুলো প্রচারিত হলে সদক্বায়ে জারিয়ার নেকি ক্বিয়ামাত পর্যন্ত অাপনার অামলনামায় লিখা হতে থাকবে।বইটিকে সাধ্যমত নির্ভুল করার জন্য অাপ্রাণ চেষ্টা করেছি। তারপরও কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে এবং তা অামার নিম্নলিখিত Address :-E-mail : [email protected]এঅথবা Website : www.magnetpublication.com-এঅথবা Facebook Page : Magnet Publications-এ জানালে পরবর্তী ভার্সনে সংশোধন করে নেয়ার চেষ্টা করব (ইংশা অাল্লহ)।